দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ মার্কিন মুলুকের হাউস্টনে ‘হাউডি মোদী’ মেগা ইভেন্টে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমপক্ষে ৫০ হাজার অনাবাসী ভারতীয়ের মাঝে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এজন্য শনিবারই হাউস্টনে পৌঁছে গিয়েছেন মোদী। এই মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ নিয়ে তৃতীয়বার মার্কিন মুলুকে অনাবাসী ভারতীয়দের সামনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘হাউ ডু ইউ ডু মোদী’ বা টেক্সাসের চলতি ভাষায় ‘হাউডি মোদী’ শীর্ষক এই মেগা শোয়ে থাকবে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া- গান, বাজনা ও নৃত্য। পর্যবেক্ষকদের মতে, এতে বাড়তি তাৎপর্য ট্রাম্পের উপস্থিতি।