দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বিজেপিশাসিত অসমে এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশকে কেন্দ্র করে সেখানে গোলযোগের আশঙ্কায় কমপক্ষে ৬০ হাজার কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে, ‘আসু’র সভাপতি দীপাঙ্ক নাথের দাবি, যাদের নাম বাদ যাবে তাদের বাংলাদেশে অথবা ভিন রাজ্যে পাঠাতে হবে। অসমে থাকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অবশ্য বলেছেন, এনআরসিতে নাম না থাকলে শঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। নাম অন্তর্ভুক্ত করার জন্য সময় দেওয়া হবে।