Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

কাল বাম-কং জোটের ব্রিগেড , আসছেন বুদ্ধদেব? চমক দিতে চাইছেন বাম নেতৃত্ব

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন দিন ধরেই অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব। মাস খানেক আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। বুদ্ধদেব বাবু কাল ব্রিগেড আসবেন কিনা সেই প্রশ্নই সকলের মনে। বুদ্ধবাবু নিজেও আসতে চান, কিন্তু শরীর মানছে না। চোখের অবস্থাও ভালো নয়। বেশি আলো সহ্য করতে পারেন না। বাড়িতে প্রায় অন্ধকার ঘরেই থাকেন। তাই কাল দুপুরে ব্রিগেড থাকা প্রায় অসম্ভব। এপাশে বামেরা ব্রিগেড ভরাতে চেষ্টার কোনো ক্রটি রাখছেন না। সিওপিডির সমস্যা রয়েছে বুদ্ধবাবুর। অত্যধিক গরম ও দূষণের জন্য চিকিৎসকরাও বারণ করেছেন ব্রিগেড যেতে। তবে বিকল্প ব্যবস্থা থাকছে।

বাম ছাত্র–যুবদের জন্য ভার্চুয়ালি তিনি কিছু বলেন কিনা সেদিকে নজর থাকছে। এটা ঘটনা বুদ্ধবাবুর ভাষণ চাঙ্গা করবেই দলীয় নেতা–কর্মীদের। তাই ২০১৫–র ব্রিগেডে বুদ্ধবাবুর ভাষণ থেকে একটি ৩ মিনিট ৩২ সেকেন্ডের অডিও ক্লিক তৈরি রাখা হয়েছে।

যেখানে বুদ্ধবাবু বলেছিলেন, ‘‌বিজেপি তাড়াও। দেশ বাঁচাও। তৃণমূল তাড়াও। বাংলা বাঁচাও।’‌ বাম নেতারা মনে করেন, বুদ্ধবাবুর এই মন্তব্য আজও ভীষণরকমভাবে প্রাসঙ্গিক। এটা পরিষ্কার, বুদ্ধদেবকে নিয়ে একটা চমক দিতে চাইছে বাম নেতৃত্ব। রাজ্যের নির্বাচনী লড়াইয়ের মুখে আরও একবার বুদ্ধবাবুর বার্তাই শুনতে চায় সাধারণ মানুষ, তা যেভাবেই হোক।

 

Leave a Reply

error: Content is protected !!