Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিহারে ফের বিজেপি সরকার আসতেই শুরু অত‍্যাচার, গরু চোর সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে খুন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারে ফের সরকার গঠন করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। সরকার গঠন করার আগেই একটি মসজিদে ভাংচুর চালায় এবং মুসল্লিদের মারধর করেছিল বিজেপি কর্মীরা। এবার গঠন হতেই ফের শুরু হল মুসলিমদের উপর অত‍্যাচার। শুধুমাত্র গরু চোর সন্দেহের বসে এক মুসলিম যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটল। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, বিহারের রাজধানী পটনার কাছে ফুলওয়ারি শরীফে। ৩২ বছর বয়সী মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ আলমগীর।  অভিযোগের ভিত্তিতে ঘটনায় অভিযুক্ত ছয় ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে স্থানীয়রা আলমগীরকে গরু চোর সন্দেহে ধরে ফেলেন। তারপর থেকে শুরু হয় অত্যাচার। যা ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে। এরপর সে ধীরে ধীরে নেতিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষরক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে বিকেলের মধ্যেই।

তবে গরু চুরির ঘটনাকে কেন্দ্রও করে গণপিটুনুর ঘটনা নতুন নয়। ২০১৭ সালের পর থেকে এই ধরনের ঘটনা বাড়তে শুরু করে। সে সময়প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন, এই ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত নয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যদিও তারপরেও বহু ক্ষেত্রে এই গণপিটুনির খবর সামনে এসেছে। আর দেখা গিয়েছে পিটুনির শিকার হয়েছে মুসলিম সম্প্রদায়ের কেউ না কেউ।

Leave a Reply

error: Content is protected !!