সাকিব হাসান, দৈনিক সমাচার, কুলতলী: অভিষেকের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত কর্মীর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিল তৃণমূল। গত ২৪ শে জানুয়ারি কুলতলী বিধানসভা ও জয়নগর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের আহবানে, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জীর ঐতিহাসিক জনসভায় যাওয়ার পথে মৈপীঠ আঞ্চলিক তৃণমূল যুব কংগ্রেসের মহিলা কর্মী অর্চনা মন্ডল পথ দুর্ঘটনায় প্রাণ হারান।
দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্যা, জয়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাস ও কুলতলি বিধানসভা কেন্দ্র তৃনমূল যুব কংগ্রেস সভাপতি গনেশ চন্দ্র মন্ডল সহ ওই মহিলার বাড়িতে গিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনার্থে তার পরিবারের প্রতি সমবেদনা ও সর্ব সময় পাশে থাকার আশ্বাস দেন। এবং সাংসদ অভিষেক ব্যানার্জীর পক্ষ থেকে ২ লক্ষ টাকা এবং কুলতলী বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন।