Tuesday, April 16, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

গঙ্গাসাগরে ২ দলের সংঘর্ষ, তৃণমূল নেতার কান কামড়ে মাংস খুবলে নিল বিজেপি কর্মী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক হিংসা অব্যহত দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে ৷ এবার বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল নেতার উপর হামলা চালানোর অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে মন্দিরতলা বাজারে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন দাস নামে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা মন্দিরতলা বাজারে বিজেপির পার্টি অফিসের পাশে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন ৷ তখনই ওই দোকানে বসে থাকা খালেক শা নামে এক বিজেপি কর্মীর সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন ৷ অভিযোগ, তখনই খালেক শা বিজেপির পার্টি অফিস থেকে ধারাল অস্ত্র নিয়ে মনোরঞ্জন দাসের উপর হামলা চালায় ৷

মনোরঞ্জনবাবুর পাশে বসে থাকা আরেক তৃণমূল কর্মী গোপাল দাস ওই ধারাল অস্ত্র ছিনিয়ে নিতে গেলে, তিনিও গুরুতর জখম হন ৷ পরবর্তী সময়ে সেখানে উপস্থিত বাকি তৃণমূল কর্মীরা খালেক শা-র হাত থেকে অস্ত্রটি ছিনিয়ে নেন ৷ অভিযোগ, তারপরেও শান্ত হয় না খালেক ৷ তিনি আবার মনোরঞ্জন দাসের হামলা চালান এবং তাঁর কানে কামড় দিয়ে মাংস তুলে নেন ৷

এই ঘটনায় চারজন তৃণমূল কর্মী গুরুতর ভাবে জখম হয়েছেন ৷ ঘটনায় সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা থাকায় সেখানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির এক স্থানীয় নেতা বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবে জড়িত নয়।

 

Leave a Reply

error: Content is protected !!