Friday, December 27, 2024
দেশফিচার নিউজ

গণপিটুনি কেড়ে নিল দুই শিশুর প্রাণ! নিহত বছর দশেকের দুই দলিত ছেলে-মেয়ে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ভাবকেড়ি গ্রামে দুই দলিত নাবালিকা ও নাবালককে পিটিয়ে হত্যা করল একদল নরপিশাচ। মৃত দুই শিশুর বয়স মাত্র ১২ এবং দশ! সূত্রের খবর, বুধবার ভোরে গ্রামের পঞ্চায়েত ভবনের সামনে ১২ বছরের রোশনি ও ১০ বছরের অবিনাশ শৌচকর্ম করছিল। তা দেখে চিৎকার করে লোক জড়ো করেন এক পঞ্চায়েত কর্তা। আচমকা সেখানে কিছু লোক জড়ো হয়ে মারতে শুরু করেন ছেলেমেয়ে দু’টিকে।

মারধরের এই ঘটনা ঘটান পঞ্চায়েতের কর্মীরা। অকথ্য মারের পরে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল রক্তাক্ত দেহ দু’টি। পুলিশ এসে তাদের হাসপাতালে নিয়ে গেলে, সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাদের। এই ঘটনায় মূল অভিযুক্ত হাকিম যাদব ও রামেশ্বর যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যপ্রদেশের ওই গ্রাম্য এলাকায় বেশির ভাগ বাড়িতেই শৌচালয় নেই। মাঠেঘাটেই শৌচকর্ম সারতে বাধ্য হন মানুষজন। ওই ছেলেমেয়ে দু’টিও হয়তো তা-ই করছিল।

Leave a Reply

error: Content is protected !!