Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অসহায় পরিবার, লকডাউনে জন্য কাজ না পেয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনকে দোষী সাব্যস্ত করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বেনু প্রকাশ গুপ্ত। উত্তরপ্রদেশের লক্ষ্মীপুর খেড়ি জেলার বাসিন্দা তিনি। শাহাজানপুর জেলায় এক হোটেলে কাজ করতেন ওই ব্যক্তি। লকডাউন কর্মহীন করেছে তাকে।

জমানো টাকা দিয়ে বাড়িতে চার সন্তান স্ত্রী ও অসুস্থ মায়ের দিন গুজরান চলছিল কোনওমতে। তবে জমানো অর্থ শেষ হওয়ার পর সরকারি রেশনে কোনোমতে চলছিল অর্ধাহার। শেষমেষ রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ৫০ বছর বয়সী বেনু।

রেলের লাইন থেকে তার দেহ উদ্ধারের পর তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। সুইসাইড নোটে বেনু লিখেছেন, সরকারকে ধন্যবাদ চাল গম দেওয়ার জন্য। কিন্তু এটাই যথেষ্ট নয়।

তিনি আরও লেখেন, অর্থের অভাবে অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেমন, বাচ্চার জন্য দুধ, চিনি, নুন, মায়ের ওষুধ কিছুই কিনতে পারছি না। আমার মা ভীষণ অসুস্থ, তার চিকিৎসার জন্য জেলা প্রশাসন কোনো সাহাজ্য করছে না। ওনার যন্ত্রনা চোখে দেখা যায় না। এই লকডাউন সব শেষ করে দিয়েছে। পরিবারের কষ্ট সহ্য করতে না পেরেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি আমি।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!