Latest Newsদেশফিচার নিউজ

দেশে আরও বাড়ছে বেকারত্ব, আনলকের এক মাস পরেই কর্মহীন ১৮ লক্ষ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লকডাউনের পর থেকে বেকারত্ব হার বেড়েই চলেছে। লক্ষ লক্ষ মানুষ কর্মহীন। লকডাউন পার হয়ে আনলক পর্বেও কমেনি বেকারত্ব। আনলকের এক মাস পরেই কর্মহীন হয়েছে ১৮ লক্ষ মানুষ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনোমি বা সিএমআইই-র সমীক্ষা রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে।

ওই সমীক্ষায় জানা যাচ্ছে, আনলক পর্বেও প্রতিমাসেই বাড়ছে বেকারের সংখ্যা। সেপ্টেম্বর মাসে যেখানে বেকারের হার ছিল ৫.৯৪ শতাংশ, অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৬.০৮ শতাংশ। অর্থাৎ এক মাসে বেকারত্ব বেড়েছে ১.০৪ শতাংশ যা বেকারের রেকর্ড হারে বৃদ্ধি বলে জানিয়েছে সিএমআইই।

করোনা ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। এমন ছবি একাধিকবার করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু দেশে কর্মসংস্থানের এমন ছবি নিশ্চয়ই সীতারমনের বক্তব্যকে সমর্থন করেনা। সিএমআইই-র পাশাপাশি সরকারি হিসেবেও সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এমপ্লয়িক এভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইএিফও তে নথিভুক্ত সংস্থা কমেছে ৩০ হাজার। মাত্র ১ মাসেই কর্মী সংখ্যা কমেছে ১৮ লক্ষ।

 

Leave a Reply

error: Content is protected !!