Sunday, April 21, 2024
ফিচার নিউজবিনোদন

চলে গেলেন শোলে’র সেই ‘কালিয়া’, শোকের ছায়া বলিউড মহলে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘অব তেরা কিয়া হোগা কালিয়া’, শোলে ছবিতে গব্বর ওরফে আমজাদ খানের এই অমর ডায়লগ বলিউড প্রেমীদের হৃদয়ে গাঁথা। গব্বরের সঙ্গী হিসেবে কালিয়া চরিত্রে অভিনয় করা হিন্দি ও মারাঠি ছবির প্রখ্যাত অভিনেতা বিজু খোটে মারা গিয়েছেন। আজ সকালে নিজের বাসভবনেই মৃত্যু হয় এই প্রখ্যাত অভিনেতার। বয়স হয়েছিল ৭৮ বছর।

জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউড ও থিয়েটার মহলে। হিন্দি ছবি ছাড়াও মারাঠি ছবি ও থিয়েটারের দুনিয়ায় বিজু খোটে এক বিখ্যাত নাম। ৩০০-র বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘রামপুর কা লক্ষ্মণ’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘হদ কর দি আপনে’, ‘গোলমাল ৩’ প্রভৃতি ছবিতে নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!