দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চিরবিদায় জানিয়ে চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী রাম জেঠমালানি। আজ সকালে দিল্লির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর। প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় আইনমন্ত্রী ও নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন জেঠমালানি। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতির পদও সামলে ছিলেন তিনি।