Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

হিংসা নয় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা! ব্যর্থতা ঢাকতেই কেন্দ্রীয় দল : ফিরহাদ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে ভোট পরবর্তী হিংসার বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল পাঠানোর কড়া সমালোচনা করলেন ফিরহাদ হাকিম। তিনি দাবি করেছে ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের কর্মীদেরও প্রাণ গিয়েছে। কিন্তু বিজেপির তরফে এমনভাবে প্রচার করা হচ্ছে যাতে তারা দেখাতে চাইছে তাদের কর্মীদের ওপরে একতরফা হামলা হচ্ছে।

বিজেপি নেতারা তাদের ব্যর্থতা ঢাকতেই কেন্দ্রীয় দল পাঠাচ্ছে। এদিন রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা পর্যবেক্ষণে আসা কেন্দ্রীয় দল প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অপদার্থ। তারা রাজ্য থেকে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন। সেই ব্যর্থতা ঢাকতেই বাংলার হিংসার ঘটনাকে সামনে আনা হচ্ছে। বাংলার মানুষ যে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তা বিজেপি প্রকাশ্যে বলতে পারবে না, তাই এসব করছে গেরুয়া শিবির। তারা শূন্য হয়ে ফিরেছে, তাই দেখাতে চাইছে বিরাট কিছু ঘটেছে। কটাক্ষ করে তিনি বলেছেন, নাচ না জানলে উঠোন ব্যঁকা।

ফিরহাদ হাকিম বলেন, রাজ্যে হিংসায় একজনও মরুক তা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় চান না। কিন্তু বদলার মনোভাব নিয়ে এসব করছে বিজেপি। বিভিন্ন জায়গায় তৃণমূলের ওপরেও হামলা হচ্ছে। কিন্তু দেখানো হচ্ছে একতরফা বিজেপির ওপরে হামলা হচ্ছে। তিনি বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে সন্ত্রাস বলে চালিয়ে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ২৪ ঘন্টাও হয়নি, তার মধ্যে এই টিম পাঠানো নিয়ে কড়া সমালোচনা করেন তিনি।

ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের টিম পাঠিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে বাংলায় সন্ত্রাস হচ্ছে। কিন্তু এখানে এসব হয় না বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী এব্যাপারে কঠোর হতে বলেছেন বলে জানিয়েছেন তিনি। এব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, ৩ এপ্রিল পর্যন্ত আইনশৃঙ্খলার ভার নির্বাচন কমিশনের ওপরে ছিল। প্রসঙ্গত এদিনই দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিবের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল নবান্নে গিয়ে রাজ্যে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। যা নিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, করোনা নিয়ে ব্যর্থতা ঢাকতে টিম পাঠাচ্ছে। তারা চা খাবে, গল্প করবে, চলে যাবে।

ফিরহাদ হাকিম আরও বলেন, কেন্দ্রীয় দল না পাঠিয়ে ভ্যাকসিন পাঠান। প্রচারে এসে বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলে ফের তিনি কেন্দ্রীয় দল পাঠানোকে কটাক্ষ করেছেন।

Leave a Reply

error: Content is protected !!