Sunday, September 8, 2024
ফিচার নিউজরাজ্য

গণপিটুনিতে প্রাণ হারানো খাবির সেখের ন্যায়বিচারের দাবিতে সরব ওয়েলফেয়ার পার্টি

ছবি : নিজস্ব

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুর্শিদাবাদ জেলার লালদীঘি। যেখানে দিনরাত ২৪ ঘন্টা জেলাসহ জেলার বাইরের হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসেন। ডাক্তারদের সেই খাস তালুকে এলাকাতেই খোদ ডাক্তারের চেম্বারে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের।

ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। পার্টির পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া সহ নানা দাবী জানিয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এদিন স্মারকলিপি প্রদানের সময় পার্টি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির সম্পাদকমন্ডলীর সদস্যদ্বয় আবু তাহের আনসারী ও মহঃ হাসানুল্লাহ এবং জেলা কমিটির সদস্য শাহারিয়ার কবীর চৌধুরী সহ অন্যান্যরা। নিহত আব্দুল খাবির শেখের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন ওয়েলফেয়ার পার্টি।

Leave a Reply

error: Content is protected !!