Friday, April 26, 2024
দেশ

রামের অস্তিত্ব নিয়ে তাঁরাই প্রশ্ন তোলে, যাদের পূর্বপুরুষ রাক্ষস ছিল! আজব দাবি রিজভির

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একের পর এক আজব দাবি ও কুমন্তব্য করেই চলেছেন উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। তিনি বলেছেন, ভগবান শ্রী রামের অস্তিত্ব নিয়ে তাঁরাই প্রশ্ন তোলে, যাদের পূর্বপুরুষ রাক্ষস ছিল। রিজভির এহেন মন্তব্যের পর নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে।

এখানেই থেমে না থেকে রিজভি আরও বলেন, যে রাক্ষসদের বধ প্রভু শ্রী রাম করেছিলেন, আজ তাঁদের সন্তানেরাই ভগবান রামের বিরোধিতা করছে। ওয়াসিম রিজভি বলেন, অযোধ্যা রাম জন্মভূমিতে তৈরি হওয়া বিল্ডিং কখনো একটি বৈধ মসজিদ ছিল না। ওই বিল্ডিং মুঘলদের পাপ কাজের একটা নিদর্শন।

Leave a Reply

error: Content is protected !!