Tuesday, September 17, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আমরা এখনও ভারতে আল কায়দা খুঁজে বেড়াচ্ছি, এটা একটা অদ্ভুত ব্যাপার নয়? প্রশ্ন হিউম্যান রাইটস ওয়াচের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ন্যশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দু’দিন আগে প্রেস বিবৃতিতে জানায়, মুর্শিদাবাদ ও কেরালার এর্নাকুলামে একযোগে অভিযান চালিয়ে তারা মোট ন’জনকে গ্রেফতার করেছে – যারা সবাই ‘‛আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সদস্য’। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া শাখার প্রধান মীনাক্ষি গাঙ্গুলি বলেছেন, এরা আল কায়দার সদস্য এ কথা বিশ্বাস করতেই তাঁর কষ্ট হচ্ছে।

তাঁর কথায়, “এখন তো আল কায়দা অপারেটই করছে না। আফগানিস্তানে শান্তি আলোচনা চলছে, আমরা তো আল-কায়দার কোনও কাজকর্মই দেখছি না। তাহলে এনআইএ হঠাৎ করে কেন আল কায়দার কথা বলল?”

তিনি আরও বলেন, “আফগানিস্তানে আল কায়দার বিরুদ্ধে লড়তে আমেরিকা যে সেনা মোতায়েন করেছিল সেটাও তারা প্রত্যাহার করে নিচ্ছে।” মীনাক্ষি বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত যেখানে আল কায়দার বিরুদ্ধে ‛ওয়ার অন টেরর’ শেষ করে দিচ্ছেন, সেখানে আমরা এখনও ভারতে আল কায়দা খুঁজে বেড়াচ্ছি এটা একটা অদ্ভুত ব্যাপার নয়?”

 

Leave a Reply

error: Content is protected !!