Sunday, September 8, 2024
Latest Newsরাজ্য

গণপিটুনি রুখতে বিধানসভায় বিল পাশ, অপরাধীদের দেওয়া হবে মৃত্যুদণ্ড

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ (শুক্রবার) বিধানসভায় পাশ হল ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অব লিনচিং বিল, ২০১৯’ অর্থাৎ গণপিটুনি প্রতিরোধ বিল৷ দেশের মধ্যে বাংলাই প্রথম রাজ্য, যেখানে গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হল। দেশজুড়ে বাড়তে থাকা গণপিটুনির ঘটনায় একটি জনস্বার্থ মামলায় সুপ্রিমকোর্ট বলেছিল কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে। তখন কেন্দ্রের তরফে দেশের শীর্ষ আদালতে বলা হয়, আইন-শৃঙ্খলা রাজ্যের ব্যাপার। গণপিটুনি রুখতে রাজ্যগুলিই ব্যবস্থা নিক। সেই সময়ে সুপ্রিমকোর্ট বলে, রাজ্যগুলিকে আইন আনতে।

কী কী আছে এই বিলে –

১) গণপিটুনির শিকার হলে সেই ব্যক্তি বা ব্যক্তিরা বিনামূল্যে আইনি লড়াই লড়তে পারবেন।

২) গণপিটুনিতে ইন্ধন দিলেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

৩) গণপিটুনিতে কারও প্রাণ গেলে তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্যকে চাকরি দেবে রাজ্য সরকার। তবে এই বিষয়টি বিবেচনাধীন।

৪) গণপিটুনিতে গুরুতর আহত হলে অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছরের কারাদণ্ড এবং তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

৫) গণপিটুনিতে যুক্ত থাকলে অপরাধীর তিন বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

৬) যদি গণপিটুনিতে মৃত্যু হয় তাহলে অপরাধীদের যাবজ্জীবন-সহ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

Leave a Reply

error: Content is protected !!