Sunday, February 23, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

এত বাজি কেনা হল কখন? আতসবাজি ফাটানো নিয়ে প্রশ্ন তুললেন রবিচন্দ্রন অশ্বিন

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে রবিবার রাতে নয় মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি জ্বেলেছিল গোটা দেশ। সঙ্গে দেদার বাজি-পটকাও ফেটেছে দেশ জুড়ে। আর সেই নিয়েই প্রশ্ন তুললেন জাতীয় দলের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

দেশ জুড়ে ২১ দিনের লকডাউন চলছে এখন। তার মধ্যে বাজি কখন আর কোথায় কেনা হল, এটাই ভাবাচ্ছে অশ্বিনকে। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন করেছেন, ‛আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি যে, এত বাজি কোথা থেকে কিনল সবাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্য, বাজিগুলো কেনা হল কখন।’

Leave a Reply

error: Content is protected !!