Wednesday, April 24, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

জুয়ার ঠেকের প্রতিবাদ, নদিয়ায় প্রতিবাদী মহিলাকে গুলি করে খুন

ছবি : সংগৃহিত

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নদিয়া : এলাকায় জুয়ার ঠেক চালানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিবাদ আর প্রতিবেশী হিসেবে জুয়ার ঠেকের প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম রুমা সরকার (২৭)। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার টিবি হাসপাতাল সংলগ্ন ৯ নম্বর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ঘটনায় মূল অভিযুক্ত স্বদেশ বিশ্বাস প্রতিনিয়ত এলাকায় জুয়ার ঠেক চালাত। প্রতিবাদ করলে সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকি দিত। তাঁর কাছে সবসময় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সহ বোমা মজুত থাকতো বলে অভিযোগ এলাকাবাসীর। টিবি হাসপাতালের জরাজীর্ণ সরকারী ঘরের মধ্যেই জুয়ার ঠেক চালাতো অভিযুক্ত। জুয়ার ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ করলেও পুলিশ কোনও ব্যবস্থা নিত না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

রবিবার রাতে নিজের পরিবারের মধ্যে জুয়ার ঠেক চালানো নিয়ে বচসা বাধে। সেই বচসা ঠেকাতে গিয়ে শিশুপুত্রকে কোলে করে জুয়ার ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মহিলার মাথা লক্ষ্য করে গুলি চালায় স্বদেশ বিশ্বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শক্তিনগর জেলা হাসপাতালে।

এর আগেও নিজের বৌদি সহ এলাকায় দুজনকে খুন করেছিল বলে অভিযোগ স্বদেশের বিরুদ্ধে। রুমা সরকারকে খুনের ঘটনায় স্বদেশ বিশ্বাস সহ মোট চার জনের বিরুদ্ধে ধুবুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ। এলাকাবাসীর দাবি এলাকার দাপুটে মস্তান হিসেবেই পরিচিত ছিল স্বদেশ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!