সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, গোরক্ষপুর : ২০১৭ সালের অগাস্ট মাসে গোরক্ষপুর বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ গিয়েছিল বহু শিশুর। সেই মামলায় দায়ী করা হয়েছিল ডাঃ কাফিল খানকে। এইবার তাঁকে নির্দোষ ঘোষণা করে ক্লিনচিট দিয়েছে সিবিআই। কাফিলের বিরুদ্ধে ওঠা চারটি অভিযোগের একটিও প্রমাণিত হয়নি। ১৫ পাতার একটি রিপোর্টে একথা জানিয়েছে সিবিআই।
খুশির খবর পাওয়ার পর ‛দৈনিক সমাচার’-কে পাঠানো একটি ভিডিও বার্তায় কাফিল খানের দাবি, সরকারের ক্ষমা চাওয়া উচিত। মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। তিনি আরও বলেন, তিনি নির্দোষ তাই মুক্তি পেয়েছেন। কিন্তু আসল অপরাধীরা আজও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সিবিআই তদন্ত করে আসল অপরাধীদের চিহ্নিত করুক, শাস্তি হোক তাদের।