Saturday, July 27, 2024
দেশফিচার নিউজ

ন্যায়বিচার পেলেন ডাঃ কাফিল খান! নির্দোষ ঘোষণা করে ক্লিনচিট দিল সিবিআই

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অবশেষে ন্যায়বিচার পেলেন ডাঃ কাফিল খান। ২০১৭ সালের অগাস্ট মাসে গোরক্ষপুর বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ গিয়েছিল বহু শিশুর। শিশু-বিভাগে অক্সিজেন সরবরাহকারী সংস্থাকে টাকা দেয়নি হাসপাতাল। এই সময়ে নিজের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার কিনে এনে অনেকের প্রাণ বাঁচিয়েও দায়ী হয়েছিলেন কাফিল। তাঁকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। সেই মামলায় সিবিআই অফিসার হিমাংশু কুমার জানিয়েছেন, কাফিলের বিরুদ্ধে ওঠা চারটি অভিযোগের একটিও প্রমাণিত হয়নি। ১৫ পাতার একটি রিপোর্টে একথা জানিয়েছেন তিনি।

রিপোর্টে বলা হয়েছে, কাফিল খান তাঁর কর্তব্যে গাফিলতি তো করেননি। ১০ অগাস্ট রাতে অক্সিজেন সরবরাহ করার সর্বোত্তম চেষ্টা করেছেন। হিমাংশু কুমারের ওই রিপোর্ট আরও বলছে, এত দিন কাফিল খানের বিরুদ্ধে যা তদন্ত হয়েছে, যার ভিত্তিতে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার কোনও তথ্য-প্রমাণ মেলেনি। শুধু তা-ই নয়। হাসপাতালে যখন অক্সিজেন বিপর্যয় হয়েছিল, তখন কাফিল তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বলেও প্রমাণ রয়েছে, কিন্তু কেউ কোনও পদক্ষেপ করেননি।

Leave a Reply

error: Content is protected !!