দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘কাশ্মীর নিয়ে সরকার যে ছবি দেখাচ্ছে, তা প্রতারণা ছাড়া আর কিছু নয়।’ – ঠিক এই ভাষাতেই মোদী সরকারকে বিঁধলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ। সুপ্রিমকোর্টের অনুমতি নিয়ে কাশ্মীর সফরে গিয়েছিলেন আজাদ। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে ফিরে এসে তিনি মন্তব্য করেছেন, ‛সেখানকার রাজনৈতিক নেতারা বন্দি, কিন্তু বিজেপি সেখানে নির্বাচন করছে। অবিলম্বে এসব বন্ধ হোক।’
কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরের নির্বাচন কমিশন ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল (বিডিসি) নির্বাচনের ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে গুলাম নবী আজাদ বলেন, মুফতি-আবদুল্লাহদের সঙ্গে কংগ্রেসের নেতাদেরও বন্দি রেখে আসন পুনর্বিন্যাস করে ফেলে বিজেপি যে নির্বাচন করাচ্ছে, তা বাতিল হোক। সব দলের নেতার সঙ্গে আলোচনা করে নতুনভাবে আসন পুনর্বিন্যাস করে পরের বছরে নির্বাচন করা হোক।