Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের দাবি না মানা হলে অনশনে বসার হুঁশিয়ারি আন্না হাজারের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে কৃষকদের আন্দোলন অব‍্যাহত।
কৃষি আইন নিয়ে কৃষকদের দাবি না মিটলে আন্দোলনে নামার হুঙ্কার দিলেন সমাজকর্মী আন্না হাজারে। সোমবার হাজারে বলেন, কৃষকদের সমর্থনে মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগাও সিদ্ধি গ্রামে অনশন করবেন তিনি৷ দাবি না মানা হলে আগামী মাসেই আন্দোলনে বসবেন তিনি। গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারকে তিনি চিঠিও দিয়েছেন বছর ৮৩-র সমাজকর্মী। এবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি। জীবনে শেষবারের মতো অনশনে বসবেন বলেও জানিয়েছেন আন্না।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে দিল্লির বুকে আন্দোলন করছেন কৃষকরা। তাঁদের দাবি, কেন্দ্রের তৈরি ৩ কৃষি আইন বাতিল করতে হবে। কৃষকদের দাবি ৩ আইন প্রত্যাহার করতে হবে, অথবা সংশোধন করতে হবে। এর আগে ৫ দফায় বৈঠক হয় কেন্দ্রের সঙ্গে। কেন্দ্রের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দিয়েছেন কৃষকরা। কৃষকদের দাবি শোনার জন্য় একটি কমিটি গঠন করা হবে বলেও প্রস্তাব দেয় কেন্দ্র। বৈঠকে বসেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাতেও অনমনীয় কৃষকরা।

Leave a Reply

error: Content is protected !!