Tuesday, September 17, 2024
দেশফিচার নিউজ

‛মুসলিম ছাড়া’ সবাইকে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা সংবিধান বিরোধী : ওয়েসী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব ইস্যুতে ফের সরব হলেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। তিনি মন্তব্য করেছেন, মুসলিমদের বাদ দিয়ে সবাইকে নাগরিকত্ব দেওয়ার যে কথা বলা হচ্ছে তা আইন ও সংবিধান বিরোধী। তিনি বলেন, ‛স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এর উদ্দেশ্য কী? এটা কী ভারতীয় সংবিধানের ১৪ ধারায় দেওয়া সমতার অধিকার বিরোধী নয়? এটা কী বৈষম্য নয়? এটা আমাদের সংবিধানের ১৫ ধারা বিরোধী, মৌলিক অধিকারবিরোধী।’

মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ওয়েসী আরও বলেন, ‘বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে। বিজেপি সরকার কী বার্তা দিতে চাচ্ছে?’ তিনি বলেন, ‛আমাদের উপরে কেন সন্দেহ করা হয়? ৭০ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এদের চিন্তাভাবনা দেখুন। পাকিস্তানের সঙ্গে আমাদের কী সম্পর্ক থাকতে পারে আপনারা বলুন?’ বিজেপিকে একহাত নিয়ে ওয়েসী বলেন, ওরা বিদ্বেষের রাজনীতি করছে। হৃদয়ের মেলবন্ধনের রাজনীতি ওদের নেই। ভয়, আতঙ্ক সৃষ্টির রাজনীতি, ভয় দেখিয়ে রাখাই ওদের উদ্দেশ্য।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!