Friday, April 26, 2024
দেশফিচার নিউজ

কাশ্মীরে নিষেধাজ্ঞা নেই! অমিত শাহ মিথ্যা বলছেন – খোঁচা ওয়েসীর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীর পরিস্থিতি নিয়ে মুখ খুলে ফের অমিত শাহকে খোঁচা দিলেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। তিনি মন্তব্য করেছেন, কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সত্য কথা বলা উচিত। রবিবারই অমিত শাহ দাবি করেছিলেন, কাশ্মীরে কোনও বিধিনিষেধ নেই। কেবল অপপ্রচার করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে পাল্টা খোঁচা দেন ওয়েসী।

ওয়েসী বলেন, ‘অমিত শাহ সাহেব ভুল কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে তাঁর ভুল বলা উচিত নয়। যদি উনি সত্যি কথা বলেন তাহলে কাশ্মীরে অঘোষিত জরুরি অবস্থা কেন? কেন সেখানে স্কুল খুলছে না? সেখানকার আপেল বিক্রেতারা কি আপেল বিক্রি করতে চাচ্ছেন না? স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যদি সত্যি হয়, তাহলে সেল ফোনকে কেন খুলে দেয়া হচ্ছে না? কে আপনাকে বাধা দিচ্ছে?’

তিনি আরও বলেন, ‛যদি উনি ভাবেন এভাবে ভুল কথা বললেও সবাই সত্যি বলে মনে করবে তা ঠিক নয়। মানুষ তা সত্যি মনে করবে না। তাঁর সত্যি কথা বলা উচিত। এবং সত্যি এটাই যে, কংগ্রেসের নেতা গুলাম নবী আজাদ যিনি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁকে দু’বার রাজ্যে যেতে বাধা দেয়া হয়েছে। সংসদেও উনি ভুল বলেছিলেন যে, ফারুক আব্দুল্লাহ মুক্ত আছেন। কিন্তু ঘটনা এটাই যে, ফারুক আব্দুল্লাহকে জননিরাপত্তা আইনে আটক রাখা হয়েছে।’

Leave a Reply

error: Content is protected !!