Sunday, April 14, 2024
রাজ্য

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের শেড, শালিমার স্টেশনে চাপা পড়ে আহত ৬

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সাঁতরাগাছি-বারুইপুরের পর এবার শালিমার স্টেশনে ঘটল ভয়ানক ঘটনা। সেখানে একটি নির্মীয়মাণ শেড ভেঙে পড়েছে। এঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে চার-জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের কথায়, দুর্ঘটনায় সময় শেডের নীচে বসেছিলেন বেশ কয়েকজন। কয়েকজন পালাতে সক্ষম হলেও, অনেকে আটকে পড়েন। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার পরই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছন।

জানা গিয়েছে, শেডটি ভেঙে পড়ার সময় ৬ জন কর্মী নীচে কাজ করছিলেন। শেড ভেঙে বিদ্যুতের খুঁটিও গুঁড়িয়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। অনেক বাইক, সাইকেল চাপা পড়ে যায়। ঠিক কী কারণে শেড ভেঙে পড়ল? রেল আধিকারিকরা তা খতিয়ে দেখছেন।

Leave a Reply

error: Content is protected !!