দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আর্থিক ঘাটতি সামলাতে চলতি আর্থিক বছরের মধ্যে অন্তর্বর্তী ডিভিডেন্ট হিসেবে রিজার্ভ ব্যাংককে ২৫ হাজার কোটি থেকে ৩০ হাজার কোটি দেওয়ার জন্য অনুরোধ করতে পারে মোদী সরকার। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা ইনআই জানিয়েছে, চলতি আর্থিক বছরের শেষের দিকে কেন্দ্রের তরফে এই অর্থ চাওয়া হতে পারে।
চলতি আর্থিক বছরে কেন্দ্রের রাজস্ব আদায়ের পরিমাণ অন্তত ১.৪৫ ট্রিলিয়ন মার্কিন ডলার হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। যার জেরে আরও কমবে আয়ের অংক। ফলে আয়-ব্যয়ের ঘাটতি সামাল দিতে জানুয়ারির শুরুর দিকে রিজার্ভ ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা নেওয়ার ব্যাপারে কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে।