দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তামিলদের মন পেতে মরিয়া বিজেপি। তামিলদের পছন্দের খাবারের মধ্যে ইডলি অন্যতম। সামনে ভোট, তাই তামিলদের মন পেতে বিজেপি নয়া হাতিয়ার করেছে ইডলিকে। জনসংযোগ বাড়াতে পোস্টারে তামিল ভাষায় লেখা রয়েছে, ‘লোটাস হিরো মহেশের মোদী ইডলি৷ ৪টি ইডলি মাত্রা ১০ টাকা৷ সঙ্গে সাম্বার৷ শীঘ্রই আসছে সালেমে৷ রান্নার আধুনিক সরঞ্জামে তৈরি।
ইডলি তামিলনাড়ুর প্রিয় খাবার। তাই ইডলি আরও সস্তায় বিক্রি করার তোড়জোড় শুরু করল বিজেপি৷ দলের তরফে জানানো হয়েছে, মোদী ইডলির মাধ্যমে জনসংযোগই মূখ্য উদ্দেশ্য৷
সালেমের গোটা শহরে পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে মোদী ইডলির৷ মাত্র ১০ টাকায় ৪টি ইডলি৷ তামিলনাড়ু বিজেপি-র সহ সভাপতি মহেশ জানিয়েছেন, বিজেপি-র বৈঠকে স্থির করা হয়েছে, সস্তায় মোদী ইডলি বিক্রি করা হবে৷
বিজেপি-র তামিলনাড়ুর সাধারণ সম্পাদক (মিডিয়া) ভারত আর বালসুব্রহ্মণ্যম জানালেন, আপাতত প্রথম পর্যায়ে ২২টি দোকান খোলার পরিকল্পনা রয়েছে৷ পরে আউটলেট বাড়ানো হবে৷ প্রতিদিন ৪০ হাজার ইডলি তৈরি করতে পারে, এরকম মেশিন চলে এসেছে ইতিমধ্যেই৷ আগামী সপ্তাহেই হয়তো মোদী ইডলি তৈরি শুরু হয়ে যাবে৷