Thursday, April 18, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ফেসবুক বিজ্ঞাপনে বিপুল খরচ বিজেপির, ১৮ মাসে খরচ হয়েছে ৪.৬১ কোটি টাকা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এক নম্বরে বিজেপি। গত ১৮ মাসে বিজেপি এই বাবদ খরচ করেছে ৪.৬১ কোটি টাকা। সম্প্রতি বিজেপি ও ফেসবুকের মধ্যে সম্পর্ক নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেসবের মাঝেই সামনে এল এই তথ্য।

সোশ্যাল মিডিয়া ট্র্যাকার থেকে গত ২৪ আগস্ট পর্যন্ত যে হিসেব পাওয়া গিয়েছে তাতে গত ১৮ মাসে দেশের সব রাজনৈতিক দলের তুলনায় বিজেপি ফেসবুক বিজ্ঞাপনে সবচেয়ে বেশি খরচ করেছে। ‘সামাজিক ইস্যু, নির্বাচন এবং রাজনীতি’ এই ক্যাটাগরিতে বিজেপি এই সময়ে মোট খরচ করেছে ৪.৬১ কোটি টাকা।

ফেসবুকে সবচেয়ে বেশি যাঁরা বিজ্ঞাপন দেন তাঁদের মধ্যে চার জন বিজ্ঞাপনদাতা বিজেপির সঙ্গে যুক্ত। এঁদের মধ্যে আবার তিনজনের ঠিকানাই দিল্লিতে বিজেপির জাতীয় সদর দফতর। এই তিনজনের মধ্যে দু’জন ‘মাই ফার্স্ট ভোট ফর মোদী’ এবং ‘ভারত কে মন কি বাত’ নামে দু’টি পেজ চালান। দু’টি পেজে বিজ্ঞাপন বাবদ খরচ যথাক্রমে ১.৩৯ কোটি টাকা ও ২.২৪ কোটি টাকা।

‘নেশন উইথ নমো’ নামে যে মিডিয়া ওয়েবসাইট এবং পেজ চালানো হয় তা থেকেও প্রচুর বিজ্ঞাপন দেওয়া হয়েছে গত ১৮ মাসে। ওয়েবাসইটটি খরচ করেছে ১.২৮ কোটি টাকা এবং ফেসবুক পেজটি ০.৬৫ কোটি টাকা। এই বিজ্ঞাপন দিয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ আর কে সিং।

সরাসরি বিজেপির বিজ্ঞাপন ছাড়া‌ও যদি এই সব পেজের খরচও যুক্ত করা হয় তবে পদ্ম শিবিরের ফেসবুক বিজ্ঞাপনে মোট খরচ ১০.১৭ কোটি টাকা। যেটা দেশের বাকি রাজনৈতিক দলের ‌মিলিত খরচের থেকে ৬৪ শতাংশের বেশি।

 

 

Leave a Reply

error: Content is protected !!