দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বোরকা পরে আসায় কলেজে ঢুকতে দেওয়া হল না ছাত্রীদের। বিজেপিশাসিত উত্তরপ্রদেশের ফিরোজাবাদ এসআরকে কলেজের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। ওই কলেজের এক শিক্ষার্থী বলেন, ‛বোরকা পরে আসায় আমাকে ঢুকতে দেওয়া হয়নি। জোর করে কলেজের বাইরে বের করে দেওয়া হয়েছে।’
যদিও নিজেদের সাফাইতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বোরকা পরে কলেজে আসা নিষিদ্ধ করা হয়েছে। কারণ বোরকা কলেজ ইউনিফর্ম-এর মধ্যে পড়ে না। কলেজের অধ্যক্ষ প্রভাকর রাই বলেছেন, ‛এটা কলেজের পুরনো নিয়ম। ইউনিফর্ম ও পরিচয়পত্রসহ কলেজে আসতে হবে। বোরকা ইউনিফর্মের অন্তর্গত নয়।’
এদিকে জেলা প্রশাসক চন্দ্র বিজয় সিং পুরো বিষয়টি কলেজের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন। তিনি বলেন, এই ঘটনা শুনেছি। এটা পুরোপুরি কলেজের অভ্যন্তরীণ বিষয়। উল্লেখ্য, এর আগেও এই কলেজে এ ধরনের ঘটনা ঘটেছে। বোরখা পরে আসায় ছাত্রীদের কলেজের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।