Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

নেই মেধাতালিকা, নেই প্যানেল, বেনিয়মের অভিযোগে প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ আদালতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। ফের প্রাথমিক শিক্ষক নিয়োগে ধাক্কা রাজ্য সরকারের। একাধিক বেনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। চাকরিপ্রার্থীদের একাংশের মামলার ভিত্তিতে সোমবার নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেন হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আপাতত ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। ফলে বিধানসভা ভোটের আগে নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার কোনও সম্ভাবনা রইল না। এর জেরে ইতিমধ্যেই যে শিক্ষকরা নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের ভবিষ্যৎ বড়সড় অনিশ্চয়তার মুখে।

সম্প্রতি প্রাথমিকে প্রায় ১৬,৫০০ শিক্ষকপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ। সেই পদ্ধতিতে অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরিপ্রার্থী। তাদের অভিয়োগ, কোনও মেধাতালিকা বা প্যানেল প্রকাশ না করে শুধুমাত্র SMS করে যোগ্য ব্যক্তিদের তলব করা হয়েছে। যার ফলে কে কত নম্বর পেয়ে চাকরি পেলেন তা জানা সম্ভব হচ্ছে না। এর ফলে নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির সম্ভাবনাও রয়েছে।

এই মামলার প্রেক্ষিতে সোমবার নিয়োগপ্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে আদালত। সঙ্গে চার সপ্তাহের মধ্যে এব্যাপারে আদালতে হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি। আদালতের এই নির্দেশে বিধানসভা নির্বাচনের আগে নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার কোনও সম্ভাবনা রইল না।

ভোটের মুখে প্রাথমিকে নিয়োগ করে যুবসমাজে বেকারত্ব নিয়ে জমা ক্ষোভ কিছুটা প্রশমণের পরিকল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আদালতের নির্দেশে তা ভেস্তে গেল। বিরোধীদের দাবি, প্রাথমিকে চাকরি দেওয়ার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন তৃণমূল নেতারা। সেই টাকা ‘ভাইপো’র কাছে পৌঁছেছে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী।

 

 

Leave a Reply

error: Content is protected !!