Sunday, April 14, 2024
ফিচার নিউজরাজ্য

নারদ তদন্তে নয়া মোড়, রক্তচাপ বাড়িয়ে মুকুলের বাড়িতে ফের সিবিআই হানা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গতকালই বিজেপি নেতা মুকুল রায়কে জেরা করেছিল সিবিআই। তার আগে বৃহস্পতিবার আইপিএস মির্জাকে গ্রেফতার করেছিল সিবিআই। আজ সেই মির্জাকে সঙ্গে নিয়ে মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে হানা দিল সিবিআই দল।

সূত্রের খবর, আজ মির্জার মুখোমুখি বসিয়ে জেরা করা হয় মুকুল রায়কে। ফলে নারদ তদন্ত নয়া মোড় নিয়েছে। সিবিআই জানিয়েছে, এ দিন মির্জাকে এনে ভিডিওগ্রাফি করা হয়েছে। তিনি জেরায় যা বলেছেন, কী ভাবে লেনদেন হয়েছিল, সেই সবটা ক্যামেরাবন্দি করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!