Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ডিজিটাল ইন্ডিয়া? সরকারি কম্পিউটার হ্যাক, মোদী-ডোভালের তথ্য লোপাট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার (এনআইসি)-র কম্পিউটারে হানা দিল হ্যাকাররা। ওই কম্পিউটারগুলি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সম্পর্কিত নানা তথ্য হাতিয়ে নিয়েছে তারা। দিল্লি পুলিশ সূত্রে এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। মোদী ও দোভালের পাশাপাশি ওই কম্পিউটারগুলিতে গুরুত্বপূর্ণ সরকারি আমলাদের নানা তথ্য ছিল বলেও জানানো হয়েছে।

জানা গিয়েছে, প্রথমে অজানা আইডি থেকে ই-মেল ঢোকে সরকারি দফতরের অ্যাকাউন্টে। তার পরেই কম্পিউটারের একের পর এক তথ্যের গোপনীয়তা নষ্ট হতে শুরু করে! দেখতে দেখতে পুরো কম্পিউটারের তথ্যই বেহাত হয়ে যায়! পুরো ঘটনার পিছনের চিনের তথ্যপ্রযুক্তি সংস্থা শেনহুয়ার ‘হাত’ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় সরকারের তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ সংক্রান্ত বিষয় দেখভাল করে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনআইসি। ঘটনার কথা জানার পরেই এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে স্পেশাল সেল।

 

Leave a Reply

error: Content is protected !!