Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ঘোর বিপাকে দিলীপ ঘোষ, পুলিশকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে গ্ৰেফতারের নির্দেশ আদালতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বঙ্গ রাজনীতিতে চিরদিনই বিতর্কিত মন্তব্য করে থাকেন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আর বিতর্ক যেন সমার্থক। একাধিকবার রাজ্য পুলিশকে তিনি তৃণমূলের দলদাস বলে তোপ দেগেছেন। এমনকী, ক্ষমতায় এলে এদের ‘দেখে নেওয়ার’ হুমকিও দিয়েছেন। কিন্তু এবার পুলিশ নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বিপাকে পড়তে হল তাঁকে।

মেদিনীপুরের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত। প্রায় বছরখানেক আগে দিলীপের বিরুদ্ধে পুলিশকে নিয়ে আপত্তিকর এবং উসকানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই এবার গ্রেফতারির খাঁড়া ঝুলছে বিজেপির রাজ্য সভাপতির ঘাড়ে।

গতবছর ৪ নভেম্বর বর্ধমানের রায়না এলাকায় একটি সভায় পুলিশের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করেন বঙ্গ বিজেপির সভাপতি। ওই সভায় দিলীপকে বলতে শোনা যায়, “রাজ্যের পুলিশকর্মীরা আকন্ঠ দুর্নীতিতে ডুবে। টাকা না দিলে পুলিশের চাকরি মেলে না। প্রমোশনের জন্যও পুলিশকে টাকা দিতে হয়। এসপি থেকে ওসি সকলকে টাকা তুলতে হয় এবং সেই টাকা যায় তৃণমূলের পার্টি অফিসে।” এই বিতর্কিত মন্তব্যের জন্যই বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রায়নার সেহারাবাজার ফাঁড়ির এক পুলিশকর্মী। তাঁর অভিযোগ ছিল, দিলীপ ঘোষের এই মন্তব্য পুলিশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং পুলিশকর্মীদের মনোবলে চিড় ধরিয়েছে।

সেই পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতেই দিলীপের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেই এই মামলার চার্জশিট পেশ করে পুলিশ। আদালতে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। শুক্রবার সেই আবেদন মঞ্জুর করেছে বর্ধমান আদালত। যদিও এই গ্রেপ্তারির সম্ভাবনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মেদিনীপুরের সাংসদ। তিনি বলছেন, “আমার বিরুদ্ধে প্রতিদিনই কোনও না কোনও মামলা দায়ের হচ্ছে। এই বিষয়টি জানা নেই। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকলে আদালতে জামিনের আবেদন করব।”

 

Leave a Reply

error: Content is protected !!