Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘সিঙ্ঘম হতে যাবেন না’, তরুণ পুলিশ আধিকারিকদের পরামর্শ মোদীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রিল লাইফের ‘সিঙ্ঘম’-কে দেখে অনুপ্রাণিত হয়ে রিয়েল লাইফের ‘সিঙ্ঘম’ হতে যাবেন না, তাতে আখেরে ক্ষতিই হবে। শুক্রবার সর্দার বল্লভভাই পটেল পুলিশ অ্যাকাডেমিতে ২০১৮-র ব্যাচের আইপিএস-দের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন ভিডিও কনফারেন্সের তিনি বলেন, মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে, দেখতে হবে যাতে পুলিশের ভাবমূর্তি বদল হয় আম আদমির মনে। মোদী বলেন, মানুষের আস্থা অর্জন করতে হবে, তাদের পুলিশের মানবিক মুখটি দেখাতে হবে ও নিজেদের দায়িত্ব সজাগ থেকে জনগণের সঙ্গে সুসম্পর্ক তৈরীর চেষ্টা করতে হবে।

তিনি বলেন, “এমন অনেক পুলিশ আধিকারিক আছেন যাঁরা প্রথম দিকে ‘সিঙ্ঘম’-এর মতো হাবভাব করেন, কিন্তু তা করতে গিয়ে পুলিশের যে মূল লক্ষ্য তা থেকেই বিচ্যুত হন।” এমনটা করা কখনই উচিত নয় বলে বার্তা প্রধানমন্ত্রীর। আইপিএস-দের উদ্দেশে মোদীর সতর্কবার্তা, “অন্যায় কাজকে প্রশ্রয় দেবেন না। তাতে নিজেদেরই সমস্যা ডেকে আনবেন।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!