Sunday, March 3, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

উলুবেড়িয়া মহকুমায় গার্লস কলেজের দাবি! মহকুমা অধিকারিকের কাছে ডেপুটেশন এসআইও’র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, উলুবেড়িয়া : “উদ্ভূত বিশ্ব পরিস্থিতি l শিক্ষায় নতুন মাত্রা l কর্মক্ষেত্রের উদ্ভব” শিরোনামে রাজ্যব্যাপী পালিত শিক্ষা অভিযানের কর্মসূচী হিসেবে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায় গার্লস কলেজ প্রতিষ্ঠা ও অন্যান্য দাবিতে মহাকুমা অধিকারিকের কাছে ডেপুটেশন দিল ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) হাওড়া জেলা শাখা। সংগঠনটি ২৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা রাজ্যজুড়ে এই ক্যাম্পেইন পরিচালনা করছে।

এদিন ডেপুটেশন প্রদানের আগে এদিন সংগঠনটির জেলা শাখার পক্ষ থেকে উলুবেড়িয়ার নিমদিঘীতে একটি মানববন্ধন ও পথসভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এসআইও হাওড়া জেলা শাখার সভাপতি আরিফুল রহমান, প্রাক্তন রাজ্য সম্পাদক জুলফিকার আলি মোল্লা, জেলা সম্পাদক জুবায়ের আহসান, জেলা শিক্ষাঙ্গন সম্পাদক জিয়াউল হুদা সারেং, জেলা জনসংযোগ সম্পাদক খালিদ মাহমুদ, আমিরুল ইসলাম ও ইমামউদ্দিন আঁচড়া প্রমুখ।

 

 

Leave a Reply

error: Content is protected !!