Monday, September 9, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

সফল হল এসআইও’র আন্দোলন! মুর্শিদাবাদে শীঘ্রই তৈরি হতে চলেছে প্রথম বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : ভারতের সর্ববৃহৎ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) পশ্চিমবঙ্গ শাখা দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় তৈরির দাবিতে আন্দোলন করে আসছিল। বর্তমান রাজ্য সরকার ওই বিশ্ববিদ্যালয়-এর জন্য প্রথম ভাইস-চ্যান্সেলর নিয়োগের নোটিফিকেশন দিয়েছে।

মনে করা যাচ্ছে মুর্শিদাবাদে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেতে চলেছে এবং তা শীঘ্রই হবে। সোশ্যাল সাইটে ইতিমধ্যেই সরকারকে ধন্যবাদ জানানো শুরু হয়েছে।

পাশাপাশি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গ শাখার নেতা-কর্মীদেরও ধন্যবাদ জানাচ্ছেন নেটাগরিকরা।

 

 

Leave a Reply

error: Content is protected !!