নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নদিয়া : কেন্দ্রীয় সরকারের এনআরসি-র বিরোধিতা করে পথে নামল নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস। সোমবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে হাজির ছিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।
এই মিছিল শেষ হয় নদীয়া জেলা শাসক দফতরের সামনে। সেখানে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজ্যের কারা মন্ত্রী। তিনি জানান, স্বাধীনতা সংগ্রামের মতোই এনআরসি-র বিরুদ্ধে লড়াই করবেন। সেই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‛প্রয়োজনে রক্ত ঝরাতে রাজি, তবু বাংলার বুকে এনআরসি হতে দেব না। একজন মানুষকেও বাংলা ছাড়া হতে দেবো না।’