Friday, November 22, 2024
দেশ

আরএসএস কর্মীদের প্রশংসা করেছিলেন গান্ধীজি : মোহন ভাগবত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশভাগের সময় আরএসএস কর্মীদের নিয়মানুবর্তিতার প্রশংসা করেছিলেন মহাত্মা গান্ধী। বাপুর সার্ধশতবর্ষে এমন দাবিই করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, গান্ধীজির আদর্শ, মূল্যবোধ স্মরণ করেন সংঘের স্বয়ংসেবকরা।

মোহন ভাগবত বলেন, ‛দেশভাগের সময় দিল্লিতে নিজের বাড়ির কাছে আরএসএসের একটি শাখায় গিয়েছিলেন গান্ধীজি। শাখায় সংঘের স্বয়ংসেবকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।’ ১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর হরিজন পত্রিকায় তা প্রকাশিত হয়েছে বলেও দাবি ভাগবতের।

সরসংঘচালক মোহন ভাগবত আরও বলেন, ‛১৯৩৬ সালে ওয়ার্ধার কাছে সংঘের আরও একটি শিবিরে গিয়েছিলেন গান্ধীজি। পরের দিন আরএসএস প্রতিষ্ঠাতা হেডগেওয়ার গান্ধীজির সঙ্গে দেখা করেন তাঁর আশ্রমে। এসময় সংঘের স্বয়ংসেবকদের নিয়মানুবর্তিতায় মুগ্ধ হয়েছিলেন গান্ধীজি।’

Leave a Reply

error: Content is protected !!