Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদীকে ‘উলঙ্গ রাজা’ উপাধি দিলেন গুজরাতি কবি পারুল, লিখলেন ১৪ লাইনের কবিতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশকে ‘রামরাজ্য’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরোক্ষে ‘উলঙ্গ রাজা’ বলে মন্তব্য করলেন এক গুজরাতি কবি। নাম পারুল কক্কর। তাঁর লেখা কবিতা ‘শববাহিনী গঙ্গা’ গত ৫দিনে অন্তত ৬টি ভাষায় অনুদিত হয়েছে। ১৪ লাইনের কবিতা। তার ছত্রে ছত্রে বিদ্রুপ দেশের সরকারের প্রতি।

পারুলের লেখায় দেশের বর্তমান পরিস্থিতি, মানুষের হাহাকার আর অতিমারি মোকাবিলায় মোদী সরকারের অব্যবস্থা, উদাসীনতা স্পষ্ট ধরা পড়েছে। পারুলের কবিতার প্রথম কয়েক লাইনের অনুবাদ করলে দাঁড়ায় –

মৃতেরা একযোগে বলল ‘সব অচ্ছে সব অচ্ছে’

রাজা তোমার রামরাজ্যে শবদেহ গঙ্গায় ভাসছে

শ্মশানে তিল ধারণের জায়গা নেই

শেষ হয়েছে জ্বালানির কাঠের স্তূপ

মৃতদেহ বয়ে কাঁধ ক্লান্ত আমাদের

কান্না শুকিয়ে রিক্ত হয়েছে চোখ

দ্বারে দ্বারে ঘুরে যমদূত মৃত্যুনাচন নাচছে

রাজা তোমার রামরাজ্যে শবদেহ গঙ্গায় ভাসছে

কবিতার শেষে ঝকঝকে পোশাক আশাকের প্রসঙ্গ টেনে পারুল পরোক্ষে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন। পারুল লিখেছেন, ‘‘হায় রাজা, যদি মানুষ তোমার আসল চেহারাটা জানত! হায় যদি বুঝতে পারত যে তুমি আসলে মণি নও। সাধারণ পাথর। হায়, যদি কারও সাহস হতো তোমাকে বলার, রাজা তোর কাপড় কোথায়!’’

Leave a Reply

error: Content is protected !!