Monday, October 7, 2024
Latest Newsদেশফিচার নিউজ

হিজাব পরে পরীক্ষায় বসতে পারবে না মুসলিম ছাত্রীরা, হুঁশিয়ারি কর্নাটকের শিক্ষামন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সরকারি স্কুলের পরীক্ষায় হিজাব পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। মুসলিম ছাত্রীদের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ। তিনি বলেন, যারা হিজাব পরে আসবে, তাদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসি নাগেশ বলেন, ‘‘পড়ুয়াদের স্কুলের ইউনিফর্ম পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা উচিত। ঠিক গত বছরের মতোই। যে সমস্ত ছাত্রী হিজাব পরে পরীক্ষা দিতে যাবে, তাদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। নিয়ম মান্য করতেই হবে। নিয়ম মেনেই কাজ করছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার।’’

উল্লেখ্য, ৯ মার্চ থেকে কর্নাটকের সরকারি স্কুলগুলিতে প্রি-ইউনিভার্সিটি কোর্স (পিইউসি)-এর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। তাতে হিজাব পরে ঢোকার অনুমতি চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কয়েক জন ছাত্রী। তবে সেই মামলার শুনানি আদৌ ৯ মার্চের আগে শুরু হবে কি না, তা নিশ্চিত নয়।

Leave a Reply

error: Content is protected !!