দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি নিয়ে হিন্দুদের ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি বলেছেন, যাদের নাম এনআরসি থেকে বাদ পড়েছে তাঁদের সুরক্ষার দায় কেন্দ্রীয় সরকারের উপরে বর্তাবে।
অসমের শিলচরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। ‘অনুপ্রবেশকারীদের ভারত ছাড়তে হবে’ বলেও এদিন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। অনুপ্রবেশকারীদের ব্যাপারে সরকার কোনও নমনীয় মনোভাব নেবে না বলেও তিনি জানান।