Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

গ্যাস কেলেঙ্কারি! পুরুলিয়ায় গ্রেফতার হলেন প্রভাবশালী বিজেপি নেতা

ছবি : এজেন্সি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গ্যাস কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন প্রভাবশালী বিজেপি নেতা রাজেশ মণ্ডল। জানা গিয়েছে, ওই বিজেপি নেতা পুরুলিয়া শহর উত্তর মণ্ডলের বিজেপি-র সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের তেলকল পাড়ায়। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস সংযোগ দেওয়ার নাম করে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত্‍ করার অভিযোগ উঠেছিল।

আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা রাজেশ মণ্ডলের বিরুদ্ধে পুরুলিয়া দুর্নীতি দমন শাখা আইপিসি ৪২০, ১০৬, ৩৪, ১৮৮, ৭১এ(২) এই ধারায় মামলা দায়ের করা হয়েছিল। পুরুলিয়া শহরের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছিলেন যে ‌প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস সংযোগ নেওয়ার জন্য ওই ব্যক্তিকে তাঁরা ২০১৮ সালে সমস্ত নথি ও টাকা জমা দেন। কিন্তু গ্যাসের সংযোগ পাননি।

এদিকে তাঁদের অ্যাকাউন্টে মাসে মাসে গ্যাসের সাবসিডির টাকা ঢুকছে। তখনই বিষয়টি জানতে পেরে ওই বিজেপি নেতার সাথে যোগাযোগ করেন। কিন্তু তিনি কোনো পাত্তা দেননি। টাকাও ফেরত নাকি দেননি। যে কারণে তাঁরা থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!