Thursday, March 28, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

দুই ওপেনারের বিধ্বংশী শতরান ও কুলদীপের হ্যাটট্রিকে বড় জয় ভারতের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : কুলদীপ যাদবের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরল। ১৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রোহিত শর্মা। এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। চালিয়ে খেলছিলেন দুজনে। রেয়াত করছিলেন না কোনও বোলারকে। দুজনেই সেঞ্চুরি করেন। ২২৭ রানের পার্টনারশিপ গড়ার পর ১০২ রানের মাথায় আউট হন রাহুল।

ওয়ানডে ক্যারিয়ারে নিজের ২৮তম সেঞ্চুরি তুলে নেওয়া রোহিত এগোচ্ছিলেন আরেকটি ডাবল সেঞ্চুরির দিকে। তবে শেষ পর্যন্ত অত দূর যেতে পারেননি, থেমেছেন ১৫৯ রানে। এই মাঠে ৫ ইনিংস খেলে ৩টি সেঞ্চুরি ও ২টি ফিফটি করা বিরাট কোহলি অবশ্য এদিন রানের খাতাই খুলতে পারেননি। তবে শ্রেয়স আইয়ার-ঋষভ পন্থদের কার্যকরী ইনিংসে লক্ষ্যটাকে ওয়েস্ট ইন্ডিজের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় কোহলির দল। শ্রেয়সের ৫৩ ও পন্থের ৩৯ রানের দৌলতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৭ করে ভারত।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার সিমন্স ও হোপ। সিমন্স ৩০ করে আউট হওয়ার পরেই তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান আগের ম্যাচের নাটক নেটমায়ের ও চেজ। প্রথম ম্যাচের পর আজও ভারতকে ভোগাচ্ছিলেন শাই হোপ। বলের সঙ্গে পাল্লা দিয়ে ৭৮ রান তুলে ফেলেছিলেন হোপ। হোপের সঙ্গে পার্টনারশিপ গড়েন নিকোলাস পুরান। মারমুখী মেজাজে ছিলেন পুরান। তাঁদের ব্যাটিং ভয়ঙ্কর হয়ে উঠছিল। তখনই পরপর দু’বলে পুরান ও পোলার্ডকে আউট করেন শামি। পুরান ৪৭ বলে ৭৫ করে আউট হন।

ইনিংসের ৩৩তম ওভারের চতুর্থ বলে হোপকে অধিনায়ক কোহলির তালুবন্দী করেন কুলদীপ। এরপর ওই ওভারেরই পঞ্চম ও ষষ্ঠ বলে ফেরান জেসন হোল্ডার ও আলজারি জোসেফকে। ৭৮ রানের মাথায় হোপ আউট হতেই সব আশা শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। সেই ওভারেই পরপর হোপ, হোল্ডার ও জোসেফকে আউট করে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করেন কুলদীপ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!