Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ! কারাগারেই রমজান কাটছে জামিয়ার সেই ছাত্রীর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কয়েকমাস আগে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। আন্দোলন মূলত শুরু হয়েছিল রাজধানী দিল্লি থেকেই। দিল্লির বিভিন্ন জায়গায় এনআরসি, সিএএ, এনপিআর-এর বিরুদ্ধে প্রতিবাদ চলছিল। এমনই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সফুরা জারগর।

প্রায় চার মাস পরে করোনা উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীনই সন্ত্রাসবাদী দমন আইন মামলায় গ্রেফতার করা হয়েছে সেই সফুরালে! তাঁর বিরুদ্ধে দিল্লির দাঙ্গাতে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ২৭ বছরের সফুরা এখন দু’মাসের অন্তঃসত্ত্বা। সেই অবস্থাতেই তাঁকে পাঠানো হয়েছে তিহাড় জেলে। জামিয়া মিলিয়ার গবেষক সফুরা ‘জামিয়া কোঅর্ডিনেশন কমিটি’রও সদস্যা।

কারাগারের কুঠুরির মধ্যেই রমজান কাটছে জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ের গবেষক সফুরা জারগারের। ‘জামিয়া কোঅর্ডিনেশন কমিটি’র তরফে অভিযোগ তোলা হয়েছে, তিহাড় জেলে অসংখ্য বন্দি রয়েছে। জনবহুল এই কারাগারে এই অবস্থায় এক জন অন্তঃসত্ত্বা মহিলার থাকা রীতিমত চিন্তার বিষয়। তার উপর রমজান মাসের রোজা চলছে।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!