Friday, April 19, 2024
Latest Newsদেশ

কাশ্মীর: নজরদারিতে সাংবাদিকরা, মোদী সরকারের কাছে জবাব চাইল সুপ্রিমকোর্ট

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরে সাংবাদিকদের ওপর কঠোর বিধিনিষেধ অব্যাহত রয়েছে বলে লাগাতার অভিযোগ উঠছে। কাশ্মীর উপত্যকার খবর যাতে বাইরে না বেরিয়ে পড়ে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, সাংবাদিকরা কোথায় কী বার্তা পাঠাচ্ছেন তার ওপর নজরদারি চালানো হচ্ছে।

উপত্যকায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল ও সাংবাদিকদের গতিবিধির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন কাশ্মীর টাইমসের নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিন। গতকাল (বুধবার) ওই আবেদনের শুনানিতে সুপ্রিমকোর্ট গণমাধ্যমে বিধিনিষেধ ইস্যুতে ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছ থেকে জবাব চেয়েছে।

কর্তৃপক্ষ অবশ্য সেখানে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করতে চাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। বেছে বেছে সাংবাদিকদের বলা হচ্ছে, অবিলম্বে সরকারি আবাসন খালি করে দিতে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এর কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি। সর্বভারতীয় একটি চ্যানেলের সাংবাদিক নাজির মাসুদি বলেন, ‘আমি প্রতি মাসে ১১ হাজার টাকা ভাড়া দিয়ে আবাসনে থাকি। সেটা ছাড়তে বলা হয়েছে।’

আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাংবাদিক ফায়াজ বুখারী, মার্কিন সাংবাদিক সামির ইয়াসিরকেও একই নোটিশ দেয়া হয়েছে। সরকারি মিডিয়া সেন্টারে যেসব সাংবাদিকরা কাজ করছেন, তাদের অভিযোগ, তাঁরা কোথায় কী বার্তা পাঠাচ্ছেন, তার ওপর গোয়েন্দারা নজর রাখছেন। সিনিয়র এক সাংবাদিক এ প্রসঙ্গে বলেন, ‘সাংবাদিকতা নয়, আমরা এখন সরকারের জনসংযোগের কাজ করছি।’

Leave a Reply

error: Content is protected !!