Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

নিষ্ঠুর প্রশাসন! ঘুষ না দেওয়ায় ১৪ বছর বয়সী ডিম বিক্রেতার সব ডিম ভাঙল পুলিশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আমরা যখন ন্যায় বিচার না পায় তখন আইনের দারস্থ হই। কিন্তু যদি আইনের রক্ষকই আইন ভাঙে? চিরকালই সমাজে দুর্বলদের প্রতি বিভিন্ন অত্যাচার হয়, তা আজও থামেনি, মধ্যপ্রদেশ তেমনই একটি নিষ্ঠুর ঘটনার স্বাক্ষী হল। লকডাউনে আমরা দেখেছি সবচেয়ে বিপদে পড়েছে গরিব মানুষ। প্রতিনিয়ত তাঁরা লড়াই করে চলেছে দু-মুঠো খেয়ে বেঁচে থাকার লড়াই। আর সেই লড়াইয়ে নেমেছিল বছর ১৪ বয়সে মধ্যপ্রদেশের এক কিশোর ডিম বিক্রি করতে।

১৪ বছর বয়সের এই কিশোরের কাছ থেকে ওই রাজ্যের দুই সিভিক পুলিশ ১০০ টাকা ঘুষ চায়। কিন্তু ঘুষ না দেওয়ার ফলে যে কতটা অমানবিক কাজ করতে পারে আইনের রক্ষক তা ভাবলেই অবাক লাগে। ঘুষ দিতে নারাজ ওই কিশোরের বিক্রির জন্য আনা সমস্ত ডিম রাস্তায় ফেলে ভেঙে দিয়েছে। ঘটনাটি একটি ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

লকডাউনে গরিব মানুষের জন্য কেন্দ্র বা রাজ্য সরকার কেউই সেভাবে কিছুই করেনি। পেট চালাতে অনেকেই নিজের পেশা বদলে। জরুরী পণ্য বিক্রি করতে শুরু করে। সবজি থেকে শুরু করে বিভিন্ন খাদ্য দ্রব্য। ইন্দোরের এক কিশোরও লকডাউনের সময় থেকে প্রতিদিনই ডিম বোঝাই ঠেলা গাড়ি করে বড় রাস্তায় এসে বসত। কিন্তু বৃহস্পতিবার সেই ঠেলাগাড়ি নিয়ে সরে যেতে বলে দুই সিভিক পুলিশ। কিন্তু কিশোর বলে, ‛সরে গেলে ডিম বিক্রি করব কিভাবে?’ এরপরই গাড়ি রাখার জন্য কিশোরের থেকে ১০০টাকা ঘুষ চায় ওই দুই সিভিক পুলিশ। কিন্তু তা দিতে রাজি হয়নি কিশোর। তারপরই ওই দুই সিভিক পুলিশ কিশোরের সব ডিম রাস্তায় ফেলে ভেঙে দেয়।

এই রকম অমানবিক ঘটনার তীব্র নিন্দা করেছে সকলেই। এমনকি ওই সিভিক পুলিশের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিয়েছে কিনা তাও এখনও জানায়নি কেউ। অনেকেই প্রশ্ন তুলেছেন ‛প্রসাশন যদি মানুষের এই দুরবস্থায় পাশে না থাকে, তাহলে কবে থাকবে?’ উল্লেখ্য এই ইন্দোরেই এক তরুণী ফল বিক্রেতা যার নাম রাইসা আনসারি এবং তিনি সরকারের লকডাউনের তীতি নিয়ে সমালোচনা করেছিলেন এমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন। কিন্তু অবাক করা ব্যাপার হল পুরো কথাটাই বলেছিলেন ইংরেজিতে পরে জানা যায় তিনি মেটিরিয়াল সায়েন্সে পিএইচডি করেছেন, চাকরি না পাওয়ার ফলে ফল বিক্রি করেই পেট চালাচ্ছে। সেই ইন্দোর আবারও শিরোনামে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!