Monday, September 9, 2024
Latest Newsদেশফিচার নিউজ

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর কোনও হিসেব-ই নেই, তাই ক্ষতিপূরণেরও প্রশ্ন ওঠে না:‌ কেন্দ্র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় কোনও পরিকল্পনা ছাড়াই আচমকা লকডাউন ঘোষণা করে মোদী সরকার। যার ফলে চরম বিপাকে পড়েন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। অনাহারে, অসুস্থ হয়ে মারা যান বহু। অনেকে আবার পায়ে হেঁটে গ্রামে ফেরার সময় প্রাণ হারিয়েছেন। সোমবার কেন্দ্র সংসদে স্পষ্ট জানিয়ে দিল, এই লকডাউনে কত জন পরিযায়ী প্রাণ হারিয়েছেন তার হিসেবই রাখা হয়নি, তাই কোনও ক্ষতিপূরণেরও প্রশ্ন ওঠে না।

সংসদে এখন বাদল অধিবেশন চলছে। এদিন সেখানেই প্রশ্ন রাখা হয়, কত জন পরিযায়ী প্রাণ হারিয়েছেন এই লকডাউনে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কোনও ব্যবস্থা কি কেন্দ্র করছে। লিখিত জবাবে কেন্দ্রী শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, কত জন মারা গেছেন তার পরিসংখ্যান নেই। সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। শুধু তাই নয়, কেন্দ্র একথাও জানিয়েছে, এই লকডাউনে কত জন দেশে কাজ হারিয়েছেন, তার খতিয়ানও রাখা হয়নি।

 

Leave a Reply

error: Content is protected !!