Monday, September 9, 2024
আন্তর্জাতিক

গাঁজা টেনে ভারতকে পেছনে ফেলল পাকিস্তান, শীর্ষে যুক্তরাষ্ট্র

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গাঁজা খাওয়ার দিক থেকে ভারতকে ছাপিয়ে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করল পাকিস্তানের করাচি। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। এই তালিকায় শীর্ষস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। মাদকসংক্রান্ত এক রিপোর্টে বিশ্বে গাঁজা সেবনের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। এবিসিডি (অ্যাডোলেসেন্ট ব্রেন কন্টিনিটিভ ডেভেলপমেন্ট স্টাডি) নামের একটি সংস্থা এটি প্রকাশ করেছে।

এবিসিডির প্রতিবেদনে বলা হয়েছে-২০১৮ সালে নিউ ইয়র্কে গাঁজা বিক্রি হয়েছে ৭৭.৪ মেট্রিক টন। এছাড়া পাকিস্তানের করাচিতে গতবছর গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৪২ মেট্রিক টন, অর্থাৎ প্রায় ৪২ হাজার কেজি। দিল্লিতে ২০১৮ সালে গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৩৮.২ মেট্রিক টন, অর্থাৎ ৩৮ হাজার ২৬০ কেজি। দিল্লি ছাড়াও তালিকার প্রথম দশে (ষষ্ঠ স্থানে) রয়েছে মুম্বাই। মুম্বাইয়ে গত বছর প্রায় ৩২.৪ মেট্রিক টন গাঁজা বিক্রি হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!