Latest Newsদেশফিচার নিউজ

রন্ধ্রে রন্ধ্রে ইসলাম বিদ্বেষ! তবলীগ জামাতের লোকদের গুলি করে মারার নিদান দিলেন রাজ ঠাকরে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিজামুদ্দিনের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের ইসলাম বিদ্বেষ উস্কে দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। তিনি মন্তব্য করেছেন, নিজামুদ্দিনের তবলীগ জামাত ফেরত লোকদের চিকিৎসাই করা উচিত নয়, এদের গুলি করে মারা উচিত।

এখানেই না থেমে ঠাকরে বলেন, ‛দেশ এখন ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় ওরা ধর্মটাকেই বড় করে দেখছে। এর মধ্যে যদি কোনও ষড়যন্ত্র থাকে তাহলে তবলীগ জামাতে থাকা লোকজনকে চিহ্নিত করতে হবে। তারপর তাদের চাবকাতে হবে। সেই ভিডিয়ো ভাইরালও করা উচিত।’

রাজ ঠাকরের এহেন মন্তব্যের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মুসলিমদের দাবি, বিজেপি, আরএসএস, নবনির্মাণ সেনার মতো হিন্দুত্ববাদী সংঠনগুলির রন্ধ্রে রন্ধ্রে ইসলাম বিদ্বেষ বইছে। মুসলিমদের প্রতি তাঁদের চরম হিংসা, তাই যেকোনও কিছুতেই তাঁরা মুসলিমদের মারার কথা বলে। ধর্মনিরপেক্ষ ভারতে এহেন মন্তব্য লজ্জাজনক।

Leave a Reply

error: Content is protected !!