Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

৮০’ সালের ৫ এপ্রিল রাত ৯টায় গঠিত হয় বিজেপি! মোমবাতি জ্বালানো কি সেই উপলক্ষেই?

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা যুদ্ধে সামিল হওয়ার জন্য দেশবাসীকে ৫ এপ্রিল রাত ৯টার সময় ৯ মিনিট মোমবাতি কিংবা মোবাইল ফোনের আলো জ্বালিয়ে রাখতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী এহেন মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে। করোনার সঙ্গে আলো নেভানোর কি সম্পর্ক? অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

এরই মাঝে ভাইরাল হওয়া একটি তথ্য সবার নজর কেড়েছে। ৫ এপ্রিল ১৯৮০ সালের রাত ৯টায় অটলবিহারী বাজপেয়ী, আদবানী, ভৈরোঁসিং শেখাওয়াতদের মতো জনসংঘীরা সিদ্ধান্ত নেন নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। পরের দিন আত্মপ্রকাশ করে বিজেপি। সে হিসেবে ৬ এপ্রিল সোমবার ৪০তম বর্ষপূর্তি হচ্ছে বিজেপির। মোমবাতি জ্বালানো কি সেই উপলক্ষেই? উঠছে প্রশ্ন।

Leave a Reply

error: Content is protected !!